মুদ্রাস্ফীতি হার নির্ণয়ের সূত্র কি? | মুদ্রাস্ফীতির সূত্র
মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তরঃ সাধারন পণ্যসামগ্রী ও সেবার দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রস্ফীতি বলা হয়।
মুদ্রাস্ফীতির হার কি?
উত্তরঃ ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দামস্তর বৃদ্ধির শতকরা হারকে মুদ্রাস্ফীতি হার বলে।
মুদ্রাস্ফীতি হার নির্ণয়ের সূত্র কি?
উত্তরঃ
মুদ্রস্ফীতি নিয়ন্ত্রনের জন্য রাজস্বনীতি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তরঃ অর্থনীতিবিদ জে, এম, কেইন্স।
বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রধান কারণগুলো কি?
উত্তরঃ (ক) অর্থের যোগান বৃদ্ধি, (খ) উৎপাদন হ্রাস, (গ) উদার ঋণনীতি, (ঘ) ঘাটতি ব্যয় মিটানো।
চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তরঃ সামগ্রীক চাহিদা বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।
খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তরঃ উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পদ্ধতি কয় প্রকার ও কি কি?
উত্তরঃ প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথাঃ (ক) রাজস্ব পদ্ধতি। (খ) আর্থিক পদ্ধতি। (গ) প্রতক্ষ নিয়ন্ত্রণ পদ্ধতি।
মার্ক আপ মুদ্রাস্ফীতি কি?
উত্তরঃ উৎপাদন ব্যয় বৃদ্ধি ও মুনাফা অর্জনের প্রত্যাশার উপর যে মুদ্রাস্ফীতি নির্ভরশীল তাকে মার্ক আপ মুদ্রাস্ফীতি বলে।
তীব্র মুদ্রাস্ফীতি (Hyper inflation) কাকে বলে?
উত্তরঃ যে মুদ্রাস্ফীতিতে দামস্তর অস্বাভাবিক দ্রুতগতিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তাকে তীব্র মুদ্রাস্ফীতি বলে।
মুদ্রাস্ফীতি বিনিয়োগকারীর উপর কি প্রভাব ফেলে?
উত্তরঃ মুদ্রাস্ফীতিতে বিনিয়োগকারীর বিনিয়োগ হ্রাস পায়।
দামস্ফীতি ঘটলে ভোক্তার ক্রয়ক্ষমতার উপর কি প্রভাব পড়ে?
উত্তরঃ ভোক্তার ক্রয়ক্ষমতা হ্রাস পায়।
মুদ্রাস্ফীতি কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথা- ১) চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ২) খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি।
মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচন এ দুটির মধ্যে কোনটি অধিক খারাপ?
উত্তরঃ মুদ্রাসংকোচন।
গতি ভিত্তিক মুদ্রাস্ফীতি কত প্রকার ও কি কি?
উত্তরঃ ৪ প্রকার। যধা- ১) মৃদু মুদ্রাস্ফীতি, ২) পদ সঞ্চারী মুদ্রাস্ফীতি, ৩) ধাবমান মুদ্রাস্ফীতি, ৪) উল্লফন মুদ্রাস্ফীতি।
মুদ্রাসংকোচন কি?
উত্তরঃ দামস্তর ক্রমাগত হ্রাস পাবার প্রবণতাকে মুদ্রাসংকোচন বলে। অর্থাৎ মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা হলো মুদ্রাসংকোচন। মুদ্রাসংকোচনের ক্ষেত্রে দ্রব্যসামগ্রী ও সেবাসমূহের উৎপাদন ও যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা কম হয়, সে অবস্থায় দামস্তর কমে ও অর্থের মূল্য বাড়ে।
মুদ্রাস্ফীতি ব্যবধান কি?
উত্তরঃ চলতি দামে পূর্ণনিয়োগ স্তরের মোট উৎপাদনের (সামগ্রিক যোগান) চেয়ে সামগ্রিক ব্যয়ের (সামগ্রিক চাহিদা) পরিমান বেশি হলে এ দুয়ের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয় তাকে মুদ্রাস্ফীতি ব্যবধান বা মুদ্রাস্ফীতি ফাঁক বলা হয়।
চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির ২টি কারন লিখ?
উত্তরঃ ১) আয় বৃদ্ধি, ২) সরকারি ব্যয় বৃদ্ধি।
Tags
Question - Answer