ফোকাস রাইটিং: নারীর ক্ষমতায়ন ২০২২ | নারীর ক্ষমতায়ন বাংলাদেশ
“বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যানকর,অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতায় এই মহান বানী দুটি প্রতিটি মানুষের কাছেই অনুপ্রেরণার উৎস। শুধু তাই নয়,পুরুষদের কাছে স্পৃহা বা উদ্দীপনা বাড়ায় সেও কিন্তু নারী।
অথবা এই কোটেশনটি দেখি
“কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ‘নারীরা দাসী বটে,সেই সঙ্গে নারী রানীও বটে।”
কোটেশন যদি ইংরেজিতে দিতে চাই
“There is no tool for development more effective than the empowerment of women.”
- Kofi Anan
অথবা
“Women are the real architects of society.”
- Harriet Beecher Stowe (an American author)
এরপর ভূমিকাটা আগে থেকেই গুছিয়ে রাখি এভাবে
সেই আদি কাল থেকে সূত্রপাত আর এখনও অবধি অর্থাৎ বর্তমান সময়কালেও পর্যালোচনা করলে দেখা যাবে যে নারীরাই ইতিহাস থেকে শুরু করে সকল রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে চতুর্দিকে বিস্তার করে রেখেছে । অবমাননা ও অত্যাচারে অভ্যস্ত নারী প্রতিনিয়ত পুরুষের হাতে লাঞ্ছিত হলেও এ কথা অনস্বীকার্য যে নারী শক্তি ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠেনি এবং ভবিষ্যতে ও উঠবে না । যুগে যুগে ইতিহাস সমৃদ্ধির তালিকায় নারীরাই শীর্ষস্থান গ্রহণ করে এসেছে।
এবার মাঝে কিছু বর্ননা আর ডেটার ব্যবহার করি,
যেমন
নারীশক্তির বাস্তবায়ন বা নারীর ক্ষমতায়নের মানে হলো, সমাজের প্রতিটি স্তরে এমন একটি সুস্থ পরিবেশ তৈরি করা যেখানে নারী স্বমহিমায় স্বাধীন ভাবে বিচরণ করবে এবং যোগ্য মর্যাদার অধিকারিনী হয়ে উঠবে; নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বস্তুগত, মানবিক ও জ্ঞান সম্পদের উপর ~ সেদিনই নারীজাতি পাবে পূর্ণ মর্যাদা ।...........................
শ্রমশক্তিতে নারীর অংশগ্রহন বাড়ছে। ২০০৭ সালে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহন ছিল ২৯ শতাংশ। সেটা এখন ৩৬ শতাংশ।
· প্রধানমন্ত্রী- নারী
· স্পিকার- নারী
· বিরোধীদলীয় নেতা- নারী
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্রকাশিত লিঙ্গ বৈষম্য সূচক-২০২১ এ বলা হয়, দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশ নারী-পুরুষ সক্ষমতায় শীর্ষে।
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে ৭ম।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে হেল্পলাইন ১০৯ চালু।
· স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর প্লানেট 50:50 চ্যম্পিয়ন এওয়ার্ড লাভ, গ্লোবাল উইমেন এওয়ার্ড ২০১৮ লাভ।
উপসংহার টাও আগে থেকে গুছিয়ে রাখি
কথায় আছে, ‘যে রাঁধে সে চুলও বাঁধে। ঘরে -বাইরে সব জায়গায় একাহাতেই নারী সুষ্ঠুভাবে সামলাতে পারে কারও সাহায্য না নিয়েই। আধুনিক সমাজে নারী আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্তৃত্বে ,গুণে, মানে সব ক্ষেত্রেই পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে নারী আজ প্রমাণ করে দিয়েছে যে তারাও কোনো অংশে কম নয়।
শেষ লাইন
রানী হও নারী,জয়ি হও ।
নোট সৌজন্য: কৌশিক মণ্ডল
Tags
Focus Writing